ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এই জয় আমাদের জন্য খুবই স্পেশাল : ক্রেইগ আরভিন
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোমাঞ্চ জাগিয়ে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাতে পেরে বাঁধন হারা উল্লাসে মেতেছেন ক্রেইগ আরভিন শিবির।

ম্যাচের পর জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন বলেন, এই জয় আমাদের জন্য খুবই স্পেশাল। আমরা ব্যাটিংয়ে পর মনে করেছিলাম ২০-২৫ রান কম করেছি। রান কম করলেও আমাদের পেস বোলাররা দারুণ বোলিং করেছে। আমাদের সমর্থন করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমরা যেখানেই যাই সেখানেই আপনারা আমাদের সাপোর্ট করেন এজন্য আপনাদের বিশেষ ধন্যবাদ।

এদিকে ম্যাচ শেষে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম বলেন, আমার দলের পারফর্ম্যান্স খুবই হতাশাজনক। আমরা ব্যাটে কোনোভাবেই ভালো করতে পারিনি। চাইলে আমরা ১৩০ রান করতেই পারতাম, তবে আমরা তা করতে পারিনি।

বাবরের ভাষায় এখন তারা ভুল থেকে শিখছেন, আমরা এখনও বসছি, ভুল নিয়ে আলোচনা করছি এবং কঠোর অনুশীলন করছি। নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করবো।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর