ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার তাসকিনের শিকার ক্রেইগ আরভিন
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫০ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ১৫১ রান। জবাবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম ওভারেই প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ।

নিজের দ্বিতীয় বলে ওয়েসলি মাধেভেরের কাছে চার হজমের পর তৃতীয় বলে তাকে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান বাংলাদেশের ডানহাতি পেসার। ৩ বলে ৪ রান করেন মাধেভেরে।

এরপর তাসকিন আহমেদ তার দ্বিতীয় ওভারেও পেয়ে যান আরেকটি উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনের কাছে চার খাওয়ার পরের বলে তাকে পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন। ৮ রান করেন জিম্বাবুয়ান অধিনায়ক। ৩ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৭।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর