ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজা আসলেন, শূন্য হাতে ফিরলেন
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫০ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ১৫১ রান। জবাবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। প্রথম ওভারেই প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর এক ওভারে জোড়া উইকেট তুলে নেন তাণ্ডব মুস্তাফিজুর রহমান।

নিজের দ্বিতীয় বলে ওয়েসলি মাধেভেরের কাছে চার হজমের পর তৃতীয় বলে তাকে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান বাংলাদেশের ডানহাতি পেসার। ৩ বলে ৪ রান করেন মাধেভেরে। তাসকিন আহমেদ তার দ্বিতীয় ওভারেও পেয়ে যান আরেকটি উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনের কাছে চার খাওয়ার পরের বলে তাকে পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন। ৮ রান করেন জিম্বাবুয়ান অধিনায়ক। 

তাসকিন আহমেদ তার দুই ওভারে দুটি উইকেট তুলে নেওয়ার পর মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে জোড়া আঘাত করেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে। দ্বিতীয় বলে মিড অফে মিল্টন শুম্বাকে (৮) সাকিব আল হাসানের ক্যাচ বানান। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সিকান্দার রাজা নেমেই আউট হন মাত্র ৩ বল খেলে। রানের খাতা না খুলে ওই ওভারের পঞ্চম বলে আফিফ হোসেনের ক্যাচ হন তিনি। ৩৫ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৩৬ রান তাদের।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর