ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জিম্বাবুয়েকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শেষ মুহূর্তের নাটকীয়তায় জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

ব্রিসবেনের গ্যাবায়ে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলেন টাইগাররা। জবাবে তাসকিন-মুস্তাফিজের বোলিং তোপে ৮ উইকেটে ১৪৭ রানে থেমেছে জিম্বাবুয়ে। ফলে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা।

তবে শেষ ওভারটি ছিল টান টান উত্তেজনার। সেখানে জয় হয়েছে বাংলাদেশের। শেষ ওভারটি মোসাদ্দেকের হাতে তুলে দিলেন সাকিব।

দ্বিতীয় বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন ইভান্স (২ রান)। ৪ বলে দরকার ১৫ রান। স্ট্রাইকে নামলেন গারাভা। এ মুহূর্তে লেগবাই থেকে এলো বাউন্ডারি। পরের বলে বিশাল ছক্কা হাঁকান গারাভা। পরের বলে গারাভাকে স্টাম্পিং করে দিলেন সোহান। শেষ বলে দরকার ৫ রান।

সেই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটার মুজারাবানি। শেষ বলে জমে সবচেয়ে বড় নাটকীয়তা। ব্লেসিং মুজারাবানিও উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় হয়ে যান স্টাম্পড।

জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। দুই দল মাঠ ছেড়েও চলে যায়। পরে রিপ্লেতে দেখা যায় স্টাম্পের আগেই বল ধরেছেন কিপার নুরুল হাসান সোহান। ‘নো’ বল!

তাতে আবার দুই দলকে নামতে হয় মাঠে। জয়ের জন্য প্রয়োজন ১ বলে ৪ রান। সেই বলেও রান নিতে পারেননি মুজারাবানি। উচ্ছ্বাস বয়ে উঠে গ্যালারির বাংলাদেশ সমর্থকদের মধ্যে।

ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

এ জয়ে গ্রুপ-বি এ পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, আছে ভারতের পরেই। ২ ম্যাচে ২ জয়ে ভারতের পয়েন্ট চার। ৩ ম্যাচে ২ জয়ে বাংলাদেশেরও পয়েন্ট চার। তবে রান রেটে পিছিয়ে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের শেষ দুই ম্যাচ পাকিস্তান ও ভারতের সঙ্গে। বাংলাদেশকে পাকিস্তানকে হারাতে হবে। এছাড়াও দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে ভারতের কাছে। তাহলে সেমির উঠার লড়াইয়ের সমীকরণ আরও সহজ হবে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পয়েন্ট তিন করে। ২ ম্যাচে রান রেটে এগিয়ে তিনে আছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ও পাকিস্তানের পয়েন্ট শূন্য।



এই পাতার আরো খবর