ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সোহানের যে ভুলে নো বল
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। 

তবে এর আগে প্রথম দফায় জয় উদযাপন মুহূর্তে নাটকের শুরু। মোসাদ্দেকের করা শেষ বলে স্টাম্পিং করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। তবে রিপ্লেতে দেখা গেল সোহান বল ধরেছেন স্টাম্পের সামনে থেকে, নিয়ম অনুযায়ী হলো নো বল। করমর্দন করতে করতে ড্রেসিং রুমের দিকে চলে যাওয়া ক্রিকেটারদের ফিরতে হয় আবার।

এরপর ফ্রি হিটে অবশ্য কোন রান করতে পারেনি জিম্বাবুয়ে। নুরুল হাসান অপেক্ষা করে থাকলেন কিছুক্ষণ। এরপর ভাঙলেন স্টাম্প। মোসাদ্দেকের হোসেনের বলে আবার ব্যাট চালিয়েছিলেন মুজারাবানি, তবে মিস করে গেছেন আবারও। দ্বিতীয় দফা জয়ের উদ্‌যাপন করেছে বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।



এই পাতার আরো খবর