ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংল্যান্ডের ‘ডু অর ডাই’ লড়াই
ক্রীড়া প্রতিবেদক

জটিল সমীকরণের মারপ্যাঁচে গ্রুপ-১’র দলগুলো। আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পর আরও জটিল হয়ে পড়েছে গ্রুপটির সেমিফাইনালের সমীকরণ। নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে। কেন উইলিয়ামসনের ব্ল্যাক ক্যাপসদের রান রেট ৩.৮৫০। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪ ম্যাচে ৫। অ্যারন ফিঞ্চের দলের রান রেট -০.৩০৪। অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি মোহাম্মদ নবীর আফগানিস্তানের বিপক্ষে। উইলিয়ামসন বাহিনীর বাকি আরও দুই ম্যাচ। ব্রিসবেনে আজ পরাক্রমশালী ইংল্যান্ডের বিপক্ষে হেভিওয়েট লড়াই। জশ বাটলারের ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচ বাঁচামরার লড়াই। দুই পরাক্রমশালীর লড়াইয়ে যদি নিউজিল্যান্ড জয় পায়, তাহলে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হবে। যদি নিউজিল্যান্ড হেরে যায়, তাহলে সেমির রেসে উঠে আসবে ইংল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে রান রেটে পেছনে ফেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। 

সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের শুরু দারুণ এক জয়ে। মেলবোর্নে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারায় ৮৯ রানে। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাঁধায় পড়ে পয়েন্ট ভাগ করে নেয় আফগানিস্তানের সঙ্গে। তৃতীয় ম্যাচে ফের জয়ের স্বাদ নেয়। গ্লেন ফিলিপসের সেঞ্চুরি এবং ট্রেন্ট বুল্টের সুইং ও গতিতে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারায় ৮৫ রানে। জশ বাটলারের ইংল্যান্ডও সুপার টুয়েলভ শুরু করে জয়ে। পার্থে বাটলার বাহিনী ৫ উইকেটে হারায় বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের আফগানিস্তানকে। দ্বিতীয় ম্যাচে ফেবারিট হয়েও হেরে যায় প্রতিবেশী আয়ারল্যান্ডের কাছে। বৃষ্টিস্নাত ম্যাচে আইরিশদের কাছে ডিএল মেথডে ৫ রানে হেরে যায় বাটলার বাহিনী। চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ভেসে যায় বৃষ্টিতে। ৩ ম্যাচে এক জয়, এক হার ও এক ভেসে যাওয়া ম্যাচে বাটলারের ইংল্যান্ডের পয়েন্ট ৩। রান রেট ০.২৩৯।

ইংল্যান্ড ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন। ওয়ানডে ও টি-২০ রানার্সআপ নিউজিল্যান্ড। ২০১৯ সালে লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। অবিশ্বাস্য ইনিংস খেলে নাটকীয়তায় ভরা ফাইনালটি জিতে নেয় ইংল্যান্ড। রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয় নিউজিল্যান্ডকে। সর্বশেষ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি উইলিয়ামসন বাহিনী।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর