ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে সাকিবদের সমীহ করছেন ভারতের কোচ দ্রাবিড়
অনলাইন ডেস্ক

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আগেই স্বীকার করে নিয়েছেন ভারতের কাছে হারাটাই স্বাভাবিক, জিতলে হবে আপসেট বা অঘটন। তবে ভারতের কোচ রাহুল দ্রাবিড় গাইলেন ভিন্ন সুরে। তার মতে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

দ্রাবিড় বলেছেন, ‘আমি ওদের (বাংলাদেশকে) বেশ সমীহ করি। মনে করি, ওরা খুব ভালো দল। সত্যি বলতে, এই সংস্করণ বিশেষ করে এবারের বিশ্বকাপ দেখিয়েছে, কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

দ্রাবিড় আরও বলেছেন ‘ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ড দেখিয়েছে তারা কী করতে পারে। এ রকম আরও কিছু ম্যাচ আমরা দেখেছি। এখানে জয়ের ব্যবধান ১২-১৫ রান হলেও খুব বড় নয়। দুটি শটেরই তো ব্যাপার। সে কারণে কে ফেবারিট, স্পষ্ট করে বলা মুশকিল।’

দ্রাবিড় আরও বলেন ‘এই কন্ডিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছে। এখানকার বাউন্ডারিও বিশাল। উপমহাদেশে যে শটে ব্যাটসম্যানরা অনায়াসে ছক্কা পেয়ে যান, এখানে তাদের আউট হয়ে (ক্যাচ দিয়ে) ফিরতে হচ্ছে।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর