ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফগানদের হারিয়ে হাসারাঙ্গা শোনালেন ‘ফিরে আসার গল্প’
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবলধোলাই শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩ ওভার দিয়েছিলেন ৫৩ রান। তবে সেই হাসারাঙ্গাই ঘুরে দাঁড়ালেন আফগানিস্তানের বিপক্ষে। 

এই ম্যাচে জয়ের নায়ক হাসারাঙ্গা। ৪ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর এমন ফিরে আসার পর তিনি বললেন ‘পার্থে আমি বেশ খরুচে ছিলাম। ওই পিচটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। তবে আমি জানতাম, কীভাবে আমি ফিরে আসতে পারি। আমার মনে হয়, আমি সেটা পেরেছি। আমি জানতাম, এই মাঠের বড় বাউন্ডারিতে কীভাবে বল করতে হবে।’

শোনালেন কোন মন্ত্রে কীভাবে ফিরে আসলেন সে কথাও ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরেছিলাম। আজ আমাদের সেরাটা খেলতেই হতো। সর্বশেষ ম্যাচে এই মাঠে জাম্পা ভালো বল করেছে। তা দেখার পর চেষ্টা করেছি গতির পরিবর্তন করে স্টাম্পে বল করতে।’

যদিও হাসারাঙ্গার এই ফিরে আসায় কোনো কাজ হবে কিনা সে বলবে পয়েন্ট টেবিল। কারণ, সেমিফাইনালে যাওয়ার সমীকরণে সুতোয় ঝুলছে শ্রীলঙ্কার ভাগ্য।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর