ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-২০ বিশ্বকাপ: রেকর্ড গড়া ফিফটিতে লিটনের ২ রেকর্ড
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে ৫ রানে। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে এদিন মাঠে নেমে শুরু থেকেই মারকুটে ছিলেন লিটন দাস। ২১ বলেই পৌঁছে যান ক্যারিয়ারের ৮ম হাফ সেঞ্চুরিতে। ভারতের বিপক্ষে এই ফিফটিতেই দুইটি রেকর্ডের দুই নম্বরে অবস্থান করছেন তিনি।

বুধবার (২ নভেম্বর) লিটন যখন অর্ধশতক পূর্ণ করেন তখন এবারের বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। এবারের আসরের দ্রুততম ফিফটির মালিক অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেও এটা দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চেই বাংলাদেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন মোহাম্মদ আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর