ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশ-ভারত দ্বৈরথ: চাপ সামলাতে না পেরে টয়লেটে গিয়েছিলেন শাস্ত্রী!
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বুধবারের খেলায় টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে ভারত। তবে শেষ বল পর্যন্ত বাংলাদেশের জয়ের সুযোগ ছিল। তাই রীতিমতো মহাচাপ সামলাতে হয়েছে ভারত টিমকে।

আর সেই চাপের প্রসঙ্গেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-বাংলাদেশের ম্যাচে স্মৃতি হাতড়ালেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। 

সেবার ১৪৭ রানের টার্গেটে বাংলাদেশের জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে দরকার ছিল ১১ রান। বল করছিলেন হার্দিক পান্ডিয়া। সেবার বাংলাদেশ ৩ বলে ৯ রান নিয়ে নেয়। এরপর ২ বলে ২ উইকেট নেন পান্ডিয়া। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ বলে ২ রান। শেষ বলে বাংলাদেশ রান আউট হন রিয়াদ।

এই ঘটনার চাপ নিতে পারছিলেন না শাস্ত্রী। স্টার স্পোর্টসের আলোচনায় তিনি বলেন, ‘যখন দেখলাম ধোনি হার্দিককে বল দিয়েছে, আমি টয়লেটে গেলাম। আমি টেনশন সামলাতে পারছিলাম না। তারা সবাই বেলকোনিতে এক হয়েছে, তাদের ৩ বা এরকম রানের দরকার ছিল। আমি টয়লেটে চলে গেলাম।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর