ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অস্ট্রেলিয়ার ভাগ্য ইংল্যান্ড-শ্রীলঙ্কার হাতে তুলে দিলেন হার্ডহিটার রশিদ!
অনলাইন ডেস্ক

দরকার ছিল বড় জয়। সেই পথে খানিকটা এগোচ্ছিলোও অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত অজিদের টেনেটুনে পাস করতে বাধ্য করেছেন হঠাৎ মারকাটারি ব্যাটার বনে যাওয়া রশিদ খান।

২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলা রশিদ রীতিমতো অস্ট্রেলিয়ার মনে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। মনে হয়েছিল জয়টা বুঝি তাদের হাত ফসকালো। তবে শেষ পর্যন্ত আফগানরা হেরেছে ৪ রানে।

ফলে অস্ট্রেলিয়ার সেমিতে যাওয়ার সমীকরণ হয়েছে আরও কঠিন। কারণ রানরেটে তারা ইংলিশদের থেকে অনেকটা পিছিয়ে। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রানরেটের জোরে এরই মধ্যে সেমি ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়াও সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২ নম্বরে। তবে রানরেটে তারা অনেকখানি পিছিয়ে আছে। তাই ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারালেই ৭ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমিতে। আর ইংলিশদের পরাজয়ে খুলবে অজিদের ভাগ্য। এর বাইরে সুপার টুয়েলভের গ্রুপে আপাতত আর কোনো সমীকরণ নেই।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর