ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এখনও সেমির আশায় ‘ঘুমহারা’ পাকিস্তান!
অনলাইন ডেস্ক

টানা দুই ম্যাচ হারের পর আবারও খেলায় ফিরেছে পাকিস্তান। তবে সেই টানা দুই জয়ে সেমিফাইনালে খেলার আশার শলতে খু্ব একটা জ্বলছে না। কারণ, নেদারল্যান্ডসের সাথে দক্ষিণ আফ্রিকা জিতে গেলেই ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিতে চলে যাবে। জিম্বাবুয়ের সাথে ভারতের হারার শঙ্কাও কম।

তারপরও আশা ধরে রেখেছে পাকিস্তান। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমির সমীকরণ মেলাতে চায় পাকিস্তান।

পাকিস্তানের ব্যাটার শান মাসুদ বাংলাদেশ বিপক্ষে মাঠে নামার আগে বললেন, ‘হারের মূল্য চড়া ভাবেই দিতে হচ্ছে কারণ আমরা এখনও শীর্ষ দুই অবস্থানে নেই।’

তবুও আশা হারাচ্ছে না পাকিস্তান, তেমনটা দাবি করেই মাসুদ বলেন, ‘আমরা আশা হারাইনি। জীবন আমাদের অনেক কঠিন-কর্কশ শিক্ষা দেয়, এটা তার মধ্যে অন্যতম। এটা ছেলেদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তারা ঘুম হারিয়ে ফেলেছিল, তাদের মানসিক অবস্থাও নীচে চলে গিয়েছিল। তবে আমরা ফিরে এসেছি।’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর