ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীরাম বললেন, এটাই ‘বাংলাদেশের সেরা টুর্নামেন্ট’
অনলাইন ডেস্ক

চার ম্যাচে ২ জয়, ২ হার। পয়েন্ট টেবিলেও চারে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা সফলতা। টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরামও গাইলেন সেই সুরে।

বাংলাদেশের খেলার ধরন ও মান নিয়ে নানা প্রশ্ন থাকলেও শ্রীধরন শ্রীরাম বলছেন, ‘এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। বাংলাদেশ কখনো সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয় ছেলেদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।’

তিনি আরও বলেন ‘আমার মনে হয় এটা নতুন শুরু। আমি জানি না আগে কী হয়েছে, সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষেও এভাবে হেরেছি, কিন্তু এটা হয়ই। এটাকে আমি নতুন শুরু হিসেবে দেখছি। অতীত নিয়ে থাকি না, এটাকে নতুন শুরু হিসেবে দেখি। অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’

শ্রীরামের হাতে নতুন শুরু হওয়ার আভাস পাওয়া গেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কাপ্তান সাকিব আল হাসানের কথাতেও।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর