ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচেই বাজিমাত কোহলির
অনলাইন ডেস্ক
বিরাট কোহলি

সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচে যারা ব্যাট হাতে মাঠে নেমেছেন তাদের তো বটেই, এমনকি প্রথম রাউন্ড মিলিয়ে যারা ৮টি ম্যাচে ব্যাট করতে নেমেছেন, তাদেরকেও টেক্কা দিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেমিফাইনালের আগে পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সবার আগে রয়েছে কোহলির নাম।

যদিও বিরাটকে এক্ষেত্রে কড়া টক্কর দিচ্ছেন সতীর্থ সূর্যকুমার যাদব। এবারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছেন সূর্যকুমার যাদবও।

সরাসরি সুপার টুয়েলভে মাঠে নামা দলগুলোর মধ্য থেকে সেরা ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছে আরও দু’জন। বাকিরা প্রত্যেকেই প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার টুয়েলভে মাঠে নেমেছেন। 

উল্লেখযোগ্য বিষয় হল, সর্বোচ্চ রান সংগ্রহকারীদের প্রথম দশে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো প্রথমসারির দেশগুলোর কোনও ক্রিকেটারে নাম নেই। 

চলতি টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ১০ জন ব্যাটসম্যান:- ১. বিরাট কোহলি (ভারত): ৫ ম্যাচে ২৪৬ রান। ২. ম্যাক্স ও’ দাউদ (নেদারল্যান্ডস): ৮ ম্যাচে ২৪২ রান। ৩. সূর্যকুমার যাদব (ভারত): ৫ ম্যাচে ২২৫ রান। ৪. কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা): ৮ ম্যাচে ২২৩ রান। ৫. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৮ ম্যাচে ২১৯ রান। ৬. পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা): ৭ ম্যাচে ২১৪ রান। ৭. লরকান টাকার (আয়ারল্যান্ড): ৭ ম্যাচে ২০৪ রান। ৮. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৪ ম্যাচে ১৯৫ রান। ৯. নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ): ৫ ম্যাচে ১৮০ রান। ১০. ধনঞ্জয়া ডি’সিলভা (শ্রীলঙ্কা): ৮ ম্যাচে ১৭৭ রান।

কোহলিরা এরপর সেমিফাইনালে খেলতে নামবেন। ফাইনালে উঠলে আরও ২টি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন তারা। সুতরাং, নিজেদের রান সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন দুই ভারতীয় তারকা। একই কথা প্রযোজ্য প্রথম দশে থাকা ফিলিপসের ক্ষেত্রেও। তবে ফর্ম ও ধারাবাহিকতার নিরিখে একথা বলাই যায় যে, চলতি টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে সেরার সেরা হয়ে ওঠার পথে যথাযথ এগিয়ে চলেছেন বিরাট কোহলি।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর