ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেমিফাইনালে পাকিস্তান বড় হুমকি: টিম সাউদি
অনলাইন ডেস্ক

সপ্তাহখানেক আগেও ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিদায়ের আশঙ্কায় ছিল বাবর আজমরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ দিন সব হিসাব ওলট-পালট হয়ে গেলো। নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিলো প্রথম তিন ম্যাচ অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা। তাতে সবচেয়ে বড় সুবিধা পেয়েছে পাকিস্তান, উঠে গেছে সেমিফাইনালে। তারপরও বাবর আজমদের অবমূল্যায়ন করবে না নিউজিল্যান্ড, বললেন পেসার টিম সাউদি।

নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। যোগ্য দল হিসেবে শেষ চারে তারা, মনে করছেন সাউদি।

সেমিফাইনালে যে কোনও দল ফাইনালে ওঠার দাবিদার বললেন নিউজিল্যান্ডের পেসার, ‘সেরা চারে ওঠা প্রত্যেক দলের সুযোগ আছে। সম্প্রতি আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক খেলেছি। আমাদের জানা আছে তারা বিপদজনক দল। তাদের কৃতিত্ব দিতে হয়। সম্ভবত তারা হয়তো মনেই করেনি তাদের সুযোগ খুব বেশি নেই কিন্তু তারা আরেকবার ভালো খেললো। সেমিফাইনালে তারা বড় হুমকি হবে।’

পাকিস্তানকে সমীহ করছে নিউজিল্যান্ড, বললেন সাউদি, ‘পাকিস্তান ভালো একটা দল এবং বুধবার তাদেরকে পেছনে ফেলতে আমরা সেরাটা দিতে যাচ্ছি। সেমিফাইনাল রোমাঞ্চকর। আশা করি আমরা আমাদের ভালো খেলা অব্যাহত রাখবো।’ 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর