ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোনো দলই ‍মুক্তি পাবে না, পাকিস্তানের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

টেনেটুনে অন্যের কৃপায় এবার সেমিফাইনালের টিকেট পেয়েছে পাকিস্তান। বাবর আজমদের হাতে সেমির টিকেট তুলে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা নেদারল্যান্ডসের। তারা দক্ষিণ আফ্রিকাকে না হারালে এবার সুপার টুয়েলভে থেকেই পাকিস্তানকে বিদায় নিতে হতো।

তবে সেমির টিকেট পেয়েই বাকিদের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দলটির পরামর্শক (মেন্টর) ম্যাথু হেইডেন বলেছেন এবার আর কারও মুক্তি নেই।

এই অস্ট্রেলিয়ান বলেন ‘এমন ভাবনা ছিল যে সম্ভবত ফলটা ভিন্ন কিছু হতে যাচ্ছে। তবে ঠিক সে সময় পাকিস্তান ক্রিকেট দল জ্বলে ওঠে এবং নিজেদের শক্তি প্রকাশ করতে শুরু করে। তারা এখন সত্যিকারের হুমকি হয়ে উঠেছে। বিশ্বে এবং এই প্রতিযোগিতায় এই মুহূর্তে এমন কোনো দল নেই, যারা আমাদের মুখোমুখি হতে চাইবে। একটিও নয়। তারা ভেবেছিল, তারা আমাদের কাছ থেকে মুক্তি পেয়েছে। এখন তারা আর আমাদের কাছ থেকে পরিত্রাণ পাবে না।’

হেইডেন আরও বলেন, ‘ডাচদের জন্য সম্ভবত আমরা এখানে, সম্ভবত নয়, আসলেই ওরা না হলে আমরা এখানে আসতে পারতাম না। এখন আমরা এখানে বেশ শক্তিশালীও। কারণ, কেউ আমাদের এখানে দেখতে চায়নি। বিস্মিত করার এই বিষয়ই আমাদের এগিয়ে রাখছে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর