ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাকিবের বিতর্কিত আউট, সেমির কোনো ম্যাচে নেই আম্পায়ার ল্যাংটন
অনলাইন ডেস্ক

পাকিস্তান ম্যাচে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ভুল আউটের শিকার হন। আর সেই বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার ল্যাংটন রুসে। এবার তাকে সেমিফাইনালের কোনো ম্যাচে রাখেনি আইসিসি।

পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল পরিচালনা করবেন মারাইস ইরাসমাস এবং রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে রিচার্ড কেটেলবরোকে। চতুর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসাবে থাকবেন যথাক্রমে মাইকেল গফ এবং ক্রিস ব্রড। 

দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে মাঠের থাকবেন কুমারা ধর্মসেনা এবং পল রাইফেল। দু’জনেই সাবেক ক্রিকেটার। যদিও ধর্মসেনার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক কম নয়। সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসাবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি ডেভিড বুন।

উল্লেখ্য, এই বিশ্বকাপে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন আম্পায়ার ল্যাংটন রুসে। সাকিবকে তিনিই ভুল এলবিডব্লিউ দিয়েছিলেন।

সূত্র: আইসিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর