ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিলেন মার্ক উড
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মঙ্গলবার (৮ নভেম্বর) ঐচ্ছিক অনুশীলন করে ইংল্যান্ড দল। এদিন দলের সঙ্গে অনুশীলনে গিয়েছিলেন এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুতগতির বোলার মার্ক উড। কিন্তু তিনি কোনো বল না করেই অনুশীলন ত্যাগ করেন মাংসপেশীর অস্বস্তি নিয়ে।

জানা যায়, অনুশীলনে হালকা জগিং করার সময় মাংসপেশীতে ব্যাথা অনুভব করেন উড। সে কারণে তিনি অনুশীলন না করেই চলে যান।

তবে বিকেলে জানা গেছে ভয়ের কিছু নেই। বিশ্রাম নিলেই পুরোপুরি ঠিক হয়ে যাবেন এই পেসার। তার মানে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারবেন ৩২ বছর বয়সী এই তারকা পেসার। যদিও অনুশীলনে তার অস্বস্তি রীতিমতো ভড়কে দিয়েছিল ইংল্যান্ড শিবিরকে।

ইংলিশ এই পেসার এবারের বিশ্বকাপে নিয়মিত ঘণ্টায় ৯০ থেকে ৯৬+ মাইল গতিতে বল করছেন। চার ম্যাচে ১২ গড়ে তিনি নিয়েছেন ৯ উইকেট। অর্থাৎ প্রতি ৯ বলে তিনি একটি করে উইকেট নিয়েছেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর