ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ম্যাচ সেরা রিজওয়ান, যা বললেন
অনলাইন ডেস্ক
রিজওয়ান নিজের আধিপত্য ধরে রেখেছিলেন

সিডনিতে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা বাবর আজমের পাকিস্তান, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েই ফাইনাল নিশ্চিত করেছে। পাকিস্তানের জয়ের নায়ক দলের দুই সেরা ব্যাটসম্যান, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

মোহাম্মদ রিজওয়ান ম্যাচ সেরা হয়েছেন।

প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ১৫২ রানের সংগ্রহকে সহজ লক্ষ্য বানিয়ে দলকে ফাইনালে তুলেছেন বাবর ও রিজওয়ান। ১২.৪ ওভারে দুজন ১০৫ রান সংগ্রহ করেন। বাবর আজম ট্রেন্ট বোল্টের বলে ড্যারিল মিচেলকে লং অনে ক্যাচ দেন ব্যক্তিগত ৫৩ রানে। ৪২ বলে ৭টি বাউন্ডারি খেলেন তিনি। এবারের আসরে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।

বাবর ফিরে গেলেও রিজওয়ান অপর প্রান্তে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। বাবরের সঙ্গে শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। পাওয়ার প্লেতে বাবর-রিজওয়ান তুলে নেন ৫৫ রান। ৪৩ বলে ৫৭ রান করে রিজওয়ান বোল্টের বলে ক্যাচ দেন গ্লেন ফিলিপকে।

ম্যাচ সেরা রিজওয়ান বলেন, নতুন বল, পিচ কঠিন থাকা সত্ত্বেও বাবর ও আমি নামার সিদ্ধান্ত নিই। ‘পাওয়ার প্লে’ শেষ করার পর একজনকে গভীরে যেতে হবে; আমরা এই আলোচনা করি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং বরাবরই আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

 



এই পাতার আরো খবর