ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিউজিল্যান্ডকে উড়িয়ে যা বললেন বাবর আজম
অনলাইন ডেস্ক
পাকিস্তানের জয়ের নায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের জয়ের নায়ক দলের দুই সেরা ব্যাটসম্যান, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। মোহাম্মদ রিজওয়ান ম্যাচ সেরা হয়েছেন।

বাবর আজম ব্যক্তিগত ৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে ড্যারিল মিচেলকে লং অনে ক্যাচ দেন। ৪২ বলে ৭টি বাউন্ডারি খেলেন তিনি। এবারের আসরে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।

ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘দলের সদস্যরা শেষ তিন ম্যাচে দারুণ কৃতিত্ব দেখিয়েছে। দর্শকদের ধন্যবাদ, আমাদের মনে হয়েছে দেশের মাঠে খেলছি।’

পাকিস্তানের এই অধিনায়ক বলেন, প্রথম ৬ ওভার আমরা ভালোই শুরু করেছিলাম। এরপর আমরা স্পিন আক্রমণে বেশ করেছি। ফাস্ট বোলাররাও দারুণভাবে শেষ করেছে। আমাদের পরিকল্পনা ছিল; খেলার ভেতরে যাওয়ার আগে প্রথম ৬ ওভারের সঠিক ব্যবহার করা। এটা করতে পারলে পরবর্তীতে যারা আসবে তারা স্ব-স্ব অবদান রাখতে পারবে। আমি মনে করি তরুণ হারিস আক্রমণাত্মক খেলা প্রদর্শন করছে। আমরা এই জয় উপভোগ করেছি একইসঙ্গে ফাইনালে মনোযোগ দিচ্ছি। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর