ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনালে মুখ্য ভূমিকায় হেডেন!
অনলাইন ডেস্ক
ম্যাথু হেডেন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইল্যান্ড-পাকিস্তান। পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন বাবর আজম। স্বপ্ন দেখছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি জয়ের। 

যদিও এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যান বাবররা। নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ে ফিরেন। জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরে যাওয়ার পর খাদের কিনারায় চলে আসে পাকিস্তান। সেখান থেকে পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি। টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মেলবোর্নে নামবে।

তবে আজকের এই ফাইনালে বড় ভূমিকা রাখতে পারেন ম্যাথু হেডেন। অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ জয় করেছেন তিনি। নিজের সময়ের সেরা বোলারদের তুলোধুনো করতেন অনায়াসেই। সেই হেডেন এখন পাকিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করছেন। কোচিং স্টাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সফলতার পেছনে বড় ভূমিকা রাখছেন হেডেন। নিজ দেশের নাড়ি-নক্ষত্র সবকিছুই জানেন তিনি।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর