ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

উত্তর মেরুতে গ্রাউন্ডস্টেশন বানাবে ইসরো
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

আগামী সাত মাসের মধ্যে ১৯টি অভিযান চালাবে ইসরো। যার মধ্যে রয়েছে কৌতূহলের শীর্ষে থাকা ‘‌চন্দ্রায়ন ২’‌ অভিযানও। এবার উত্তর মেরুতে গ্রাউন্ডস্টেশনে বানাবেন তাঁরা। এই গ্রাউন্ডস্টেশন বানানো সম্ভব হলে আবহাওয়া ও দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে অনেক উল্লেখযোগ্য তথ্য পাওয়া যাবে বলে মনে করেন বিজ্ঞানীরা। 

ইসরোর এক প্রবীণ বৈজ্ঞানিক বলেন, ‘‌কাজটা খুবই সময়সাপেক্ষ। শুধু বিপুল অর্থ খরচই নয়, অত্যন্ত কঠিনও বটে। আন্তর্জাতিক স্তরে বেশ কিছু অনুমতি পাওয়ার ব্যাপার আছে। তাছাড়া আবহাওয়ার ওপরেও অনেকটা নির্ভরশীল থাকতে হবে। তবে শেষ পর্যন্ত কাজটা করতে পারলে সকলেই খুবই লাভবান হবেন। ভারতের মহাকাশ গবেষণা নতুন করে উপকৃত হবে।’‌

দক্ষিণ মেরুতে ইতিমধ্যেই দু’‌টি গ্রাউন্ডস্টেশন রয়েছে ইসরোর। একটির নাম ইমজিওস এবং আর একটির নাম এজিওস। তার পাশাপাশি এবার একটি নতুন ‘‌ডেটা রিসেপশন অ্যান্টেনা’‌ বসাতে চায় দক্ষিণ মেরুতে। তবে চলতি বছরে এই কাজ হবে না। আগামী বছর অ্যান্টেনা বসানোর কাজ হতে পারে।

বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল



এই পাতার আরো খবর