ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

৫০০ মিলিয়ন ডলারে ইসরায়েলের প্রযুক্তি কোম্পানি ক্রয় গুগলের
অনলাইন ডেস্ক

গুগল ক্লাউড ইসরায়েলভিত্তিক সাইবার সিকিউরিটি কোম্পানি সিয়েমপ্লিফাই অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। কত টাকায় এ চুক্তি হয়েছে তা জানা যায়নি। তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০০ মিলিয়ন ডলারে সিয়েমপ্লিফাই অধিগ্রহণ করছে গুগল ক্লাউড।

মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় গুগল। তবে তার আগেই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছিল ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। 

২০১৫ সালে সিয়েমপ্লিফাই প্রতিষ্ঠিত হয়। সিয়েমপ্লিফাইয়ের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা আমোস স্টার্ন বলেছেন, তার কোম্পানি গুগল ক্লাউডের ক্রোনিকল প্ল্যাটফর্মের সাথে একীভূত হচ্ছে। 

জানা গেছে, গ্রাহকদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা গুছিয়ে দেওয়া, অটোমেশন এবং সাইবার অপরাধের ভুক্তভোগী হলে তাতে দ্রুত সাড়া দেওয়ার মতো সেবা দেয় সিয়েম্প্লিফাই।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর