ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক দিনে টেসলার ১০ হাজার কোটি ডলারের দরপতন
অনলাইন ডেস্ক
ইলন মাস্কের টেসলার ১০ হাজার কোটি ডলারের দরপতন এক দিনে

এ বছরে নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়া হবে না বলে সম্প্রতি ঘোষণা দেন সংস্থার সিইও ইলন মাস্ক। তিনি জানান, ২০২২ সালে তারা আর নতুন কোনো মডেলের গাড়ি বাজারে ছাড়বেন না। এমনকি বহুল আলোচিত ‘সাইবার ট্রাকও’  বাজারে আসছে না। ইভি মডেলের দুটি বৈদ্যুতিক গাড়ির মডেলেরও উৎপাদন স্থগিত ঘোষণা করেন তিনি। যদিও গত বছর রেকর্ডসংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল টেসলা। 

তার ওই ঘোষণার দুই দিন না যেতেই টেসলার শেয়ারের দামে বড় ধস নেমেছে। গত ২৭ জানুয়ারি এক দিনেই মার্কিন এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর হারায় ১২ শতাংশ (১০ হাজার কোটি ডলার)।

চতুর্থ ত্রৈমাসিকের আয় ঘোষণার পর টেসলারের শেয়ারের এই দর পতনে বিনিয়োগকারীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 



এই পাতার আরো খবর