ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ক্যামেরা ফিচারে বাজিমাত করেছে ভিভো ভি২৩ই
অনলাইন ডেস্ক

স্মার্টফোনে মানুষের চাহিদা নিয়েই নিয়মিত গবেষণা করে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির স্মার্টফোন এরই মধ্যে তরুণদের নজর কেড়েছে। এই পোর্টফোলিওতে নতুন মাত্রা যোগ করেছে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ভি২৩ই। ভি২৩ই’র সেরা ফিচারগুলোর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের নাইট রিয়ার ক্যামেরা এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। আর এই সবটুকুই পাওয়া যাচ্ছে ৭ দশমিক ৩৬ মিলিমিটার আলট্রা স্লিম বডিতে। বডিতে রয়েছে এন্টি গ্লেয়ার গ্লাস ডিজাইন। স্মার্টফোনটির মূল্য ২৭,৯৯০ টাকা।

ভিভো ভি২৩ই স্মার্টফোনের সেলফি ক্যামেরাটি একটি হাই রেজ্যুলেশন ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস (এআই) পোর্ট্রইেট সেলফি ক্যামেরা। ফোকাল লেন্থের সাথে সামঞ্জস্য রেখে ছবির বিষয়বস্তুর ওপর ফোকাস ধরে রাখতে সহায়তা করে অটো ফোকাস প্রযুক্তি। নাইট পোর্ট্রইেটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা মিলে ভিভো ভি২৩ই এর ফটোগ্রাফিকে নাইট ফটোগ্রাফির উপযোগী করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ফটোগ্রাফির একাধিক ফ্রেমকে একত্রিত করে এবং ঘুটঘুটে অন্ধকারেও পরিষ্কার ও স্বচ্ছ ছবি তুলতে সাহায্য করে। এআই ব্রাইটেনিং এবং এআই ডিনয়েজিং প্রযুক্তির মাধ্যমে এআই অ্যালগরিদম ছবির বিষয়বস্তুর নানা বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করে এবং অন্ধকারেও তোলা ছবিতে ফুটে ওঠে।     ভিভো ভি২৩ই’র অনেকগুলো চমৎকার ফটোগ্রাফি মোডের মধ্যে একটি অন্যতম মোড মাল্টি স্টাইল পোর্ট্রইেট মোড। পোর্ট্রইেট ইফেক্টের সঙ্গে সঙ্গে স্টুডিও কোয়ালিটির ছবি তুলতে কাজ করবে এই মোড। পোর্ট্রইেট ইফেক্টগুলোর মধ্যে রয়েছে ফেস বিউটি, মেকআপ এবং বিভিন্ন ফিল্টার। ডাবল এক্সপোজার হলো দু’টি আলাদা ছবির মেলবন্ধন। ভিভো ভি২৩ই’তেও রয়েছে এই ফান ফিচার।

ভিভো ভি২৩ই স্মার্টফোনে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও ফিচার; যার  মাধ্যমে দু’পাশের সিনারিও একই সঙ্গে ক্যাপচার করা যায়। ব্লগিং কিংবা ভ্রমণে এটি ব্যাপক সহায়ক। এছাড়া, ফ্রন্ট ক্যামেরায় ভিডিও এর জন্য রয়েছে স্টেডিফেস সেলফি ভিডিও; যা ভিডিও’র সময় হাত কেঁপে যাওয়া, বা ঝাপসা ভিডিও রোধ করে। ফলে কোনো দক্ষতা ছাড়াই সামাজিক মাধ্যমে দেওয়ার উপযোগী ভিডিও ধারণ করা যায়।

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর