ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ায় পণ্যের বিক্রি স্থগিত ও সেবা সীমিত করার উদ্যোগ অ্যাপলের
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ইউক্রেনে ‌‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করে বহুমুখী নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। বিভিন্ন দেশের পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোও রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, তারা রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত রাখবে।

অ্যাপল পে, অ্যাপল ম্যাপের মতো সেবাও রাশিয়ার সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপলের এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাপ অকার্যকর হয়ে যেতে পারে। 

আইফোন জায়ান্ট অ্যাপল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতার শিকার হওয়ার ব্যক্তিদের পাশে আছে তারা।

গত সপ্তাহে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরোভ একটি খোলা চিঠি দিয়েছিলেন অ্যাপলকে। চিঠিতে তিনি অ্যাপলের প্রতি রাশিয়ায় পণ্য বিক্রি, সেবা ও অ্যাপ স্টোর বন্ধের আহ্বান জানিয়েছিলেন। 

গুগলও তাদের ফিচার থেকে রাশিয়ার সরকারি প্রকাশক আরটিকে সরিয়ে দিয়েছে।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর