ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শাওমি নিয়ে এলো অ্যামোলেড ডিসপ্লের রেডমি নোট ১১
অনলাইন ডেস্ক

গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি স্থানীয়ভাবে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট ১১ উন্মোচন করেছে। 

রেডমি নোট ১১ স্মার্টফোন দিয়ে শাওমি তাদের ‘মেইক ইন বাংলাদেশ’ যাত্রাকে আরও শক্তিশালী করলো। রেডমি নোট ১১ সব আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাংলাদেশের বাজারে রেডমি নোট সিরিজের সবর্শেষ স্মার্টফোন। 

ফোনটিতে থাকছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি নোট ১১ ‘মেক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন। এটি তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হ্যান্ডসেট হবে বলে আমরা আশাবাদী।’                     

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর