ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

জেনে নিন জিমেইলে ভিডিও কল করার উপায়
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

জিমেইলে যুক্ত হয়েছে ভিডিও ও ভয়েস কল ফিচার। এতে জিমেইল চ্যাটের সাহায্যেও ভয়েস কল ও ভিডিও কল করা যাবে।

ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে জিমেইলে ভিডিও কল করতে পারবেন- > এজন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলুন। > মিট সেকশন থেকে নিউ মিটিং-এ ক্লিক করুন। > লিঙ্ক বা ইমেলের মাধ্যমে মিটিং আমন্ত্রণ পাঠাতে, সেন্ড ইনভাইটে ক্লিক করুন। > মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন। > মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

যদি অন্য কারো আমন্ত্রণে ভিডিও কলে জয়েন করতে চান তাহলে- > প্রথমে আপনার জি-মেইল অ্যাকাউন্ট খুলুন। > নিচের বাম দিকে থাকা আসন্ন ভিডিও কলের লিঙ্কে ক্লিক করুন। > মিটিংয়ে যোগ দিতে জয়েন নাও-এ ক্লিক করুন। > মিটিং থেকে বের হতে লিভ নাও-তে ক্লিক করুন।

অফিসিয়াল বা আন-অফিসিয়াল কাজের ক্ষেত্রে, অধিকাংশই ব্যবহার করেন জিমেইল। করোনা পরিস্থিতিতে অধিকাংশ অফিসেই ওয়ার্ক ফ্রম হোমে চলেছে। এখনও অনেকেই বাড়িতে বসেই অফিসের যাবতীয় কাজ করেন কর্মীরা। তাই জিমেইলের পাশাপাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। বহুক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সেই কারণেই সবদিক বিবেচনা করে এই বিশেষ ফিচার নিয়ে এসেছে জিমেইল।

সূত্র: গুগল ডটকম

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর