ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

টুইটারের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক
ইলন মাস্ক

৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যদিও পরে প্রস্তাব থেকে কিছুটা পিছু হটেন মাস্ক। এবার জানা গেছে, টুইটারের কর্মীদের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক করবেন ইলন মাস্ক। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টুইটার কেনার প্রস্তাব দিয়ে হইচই ফেলে দেন ইলন মাস্ক। তবে মাঝপথেই এ নিয়ে আলোচনা থিতিয়ে আসে। কারণ মাস্ক নাকি হুমকি দিয়েছেন, ফেক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য না দিলে তিনি টুইটার কেনার প্রস্তাব থেকে সরে যাবেন।

টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল সোমবার ইমেইলে কর্মীদের ইলন মাস্কের সঙ্গে বৈঠকের বিষয়ে জানিয়েছেন। পরাগ আগারওয়াল জানিয়েছেন, কর্মীরা আগে থেকেই ইলন মাস্ককে প্রশ্ন পাঠাতে পারবেন। টুইটারে কেনার প্রস্তাব দেওয়ার পর প্রথমবারের মতো এ ধরনের বৈঠকে বসছেন মাস্ক। 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর