ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

‘আইএফ ৫০’ প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক

দ্য সেন্টার ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (সিএফআই) চতুর্থ বার্ষিক ইনক্লুসিভ ফিনটেক ৫০ (আইএফ৫০) প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে, প্রাথমিক পর্যায়ের এমন ৫০টি অন্তর্ভুক্তিমূলক ফিনটেককে নির্বাচন করা হবে, যাদের রয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক মডেল এবং লক্ষ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করা। 

বাংলাদেশি স্টার্টআপগুলোও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

২০২২ আইএফ ৫০ প্রতিযোগিতা’র মূল প্রতিপাদ্য হচ্ছে ‘মেকিং ডিজিটালাইজেশন কাউন্ট’। কোভিড-১৯ এর সময়ে আরও দ্রুতগতিতে এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতি, আর্থিক সেবার গতিপ্রকৃতিকে বদলে দিচ্ছে এবং সেই সাথে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক প্রভাব সৃষ্টির সুযোগ তৈরি করছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর