ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শাওমি রেডমি নোট ১০ প্রো: মিডরেঞ্জের সেরা ফোন
প্রেস বিজ্ঞপ্তি

ইতিমধ্যে বাজারে এসেছে শাওমি রেডমি নোট ১০ প্রো। রেডমি নোট ১০ প্রো ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের চারটি রিয়্যার ক্যামেরা, ৬.৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট, স্টেরিও স্পিকারস, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ফার্স্ট চার্জার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট। সব ধরনের চাহিদাই পূরণ করবে ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের ফোনটি। ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা আর শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর।

ডিভাইসটিতে প্রধান ক্যামেরা হিসেবে আছে ১০৮ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স। এর সাথে আরো রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। রেডমি নোট ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির বড় অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে। এতে সর্বোচ্চ ১২০০ নিটস থাকার কারণে প্রচুর আলোতেও স্ক্রিন পড়া যায়। ফোনটির অন্যতম ফিচার হচ্ছে ১২০ হার্জের দ্রুত রিফ্রেশ রেট যা সাধারণত এ বাজেটের ফোনে দেখা যায় না। জনপ্রিয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসরের উপর ভিত্তি করে পরিচালিত হয় রেডমি নোট ১০ প্রো।

৫০২০ এমএএইচ বড় ব্যাটারির সাথে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স ফার্স্ট চার্জার। ফোনটিতে একবার চার্জে অনায়াসে এক দিনের ব্যাটারি সাপোর্ট দিবে। এছাড়া ৩০ মিনিটে প্রায় ৬০ ভাগ চার্জ হয়ে যায়। ৬+১২৮জিবি সংস্করণের অলরাউন্ডার রেডমি নোট ১০ প্রো ১০৮ মেগাপিক্সেলের ফোনটির দাম বর্তমানে ১ হাজার টাকা ছাড়ে ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর