ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাজস্ব কমেছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার
নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো রাজস্ব কমেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার। জুলাই পর্যন্ত গত তিন মাসে বিজ্ঞাপন বিক্রি কমে যাওয়াকেই এর কারণ হিসেবে উল্লেখ্য করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। 

মেটার মোট আয় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.৮ বিলিয়ন ডলারে। টিকটকের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের কারণে মেটার জনপ্রিয়তা কমেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু সংস্থা মেটার সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, বছরের পর বছর বড় অঙ্কের মুনাফা অর্জনের পর মেটার প্রবৃদ্ধি হয়তো শীর্ষবিন্দু এরইমধ্যে স্পর্শ করে ফেলেছে।

মেটা সাধারণত বিশ্বব্যাপী বিজ্ঞাপন বাজারের ২০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। তারা এবার বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে, সামনের মাসগুলোতে বিজ্ঞাপন বিক্রি আরও কমতে পারে। কারণ করোনাভাইরাস মহামারীর তুলনায় ই-কমার্স খাতে ব্যয় কমে গেছে। এছাড়া মুদ্রাস্ফীতি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মেটা।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর