ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রি: অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং
অনলাইন ডেস্ক

ওয়্যারেবল ও স্মার্টওয়াচ বিক্রিতে চলতি বছরের প্রথমার্ধে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। তবে মার্কিন প্রযুক্তি জায়ান্টটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে স্যামসাং। 

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রিতে ২৬ দশমিক ৪ শতাংশ হিস্যা অ্যাপলের। সেখানে স্যামসাংয়ের হিস্যা ৮ দশমিক ৯ শতাংশ। 

প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে বলা হয়, বাজার হিস্যায় অ্যাপল থেকে অনেক পিছিয়ে থাকলেও দ্বিতীয় প্রান্তিকে লক্ষণীয় অগ্রগতি দেখিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

এপ্রিল-জুন প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি বছরওয়ারি বেড়েছে ৫৮ শতাংশ। সেখানে অ্যাপল ওয়াচের বিক্রি বেড়েছে মাত্র ৬ শতাংশ।

ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-জুন প্রান্তিকে ৮৪ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে অ্যাপল। গত বছরের একই সময়ে যেখানে বিক্রি হয়েছিল ৭৯ লাখ ইউনিট। এদিকে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ২৮ লাখ ইউনিট। ২০২১ সালের একই সময়ে স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ১৮ লাখ ইউনিট। স্যামসাংয়ের লক্ষণীয় উত্থান চোখে পড়ার মতো।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর