ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

টুইটারে চালু হচ্ছে ‘এডিট টুইট’
অনলাইন ডেস্ক

টুইটারে কোনো কিছু লিখে পোস্ট করার পর তা এখন থেকে সম্পাদনা করা যাবে। টুইটারে যে বার্তা পোস্ট করা হয় তাকে বলে টুইট। এডিট টুইট সুবিধা চালু হলে টুইট করার পর প্রয়োজনবোধে তা সম্পাদনা (এডিট) করা যাবে। সোমবার টুইটার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারী ‘টুইটার ব্লু’ (প্রতি মাসে ৫ ডলারের বিনিময়ে ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহার করা যায়) সেবা ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ‘টুইটার ব্লু’ সেবা ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।

কয়েক মাস ধরেই ‘এডিট টুইট’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছিল টুইটার। নতুন সুবিধা চালু হলে, প্রকাশ করা টুইট ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে। তবে অন্য ব্যবহারকারীরাও জানতে পারবেন, টুইটের মূল লেখা সম্পাদনা করা হয়েছে। প্রকাশের কতক্ষণ পর টুইট সম্পাদনা করা হয়েছে, তা-ও দেখা যাবে।

test went well, Edit Tweet is now rolling out to Twitter Blue members in Canada, Australia, and New Zealand! US coming soon pic.twitter.com/7NNPRC0t1I

— Twitter Blue (@TwitterBlue) October 3, 2022


এই পাতার আরো খবর