ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক বছরে ডি টোয়েন্টিফোর লজিস্টিকস
অনলাইন ডেস্ক

প্রথম বছর পূর্ণ করল ডি টোয়েন্টিফোর লজিস্টিকস। বহুজাতিক কোম্পানির সাপ্লাই চেইনের নানাবিধ কাজ করে প্রতিষ্ঠানটি। বর্ষপূর্তিতে ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল করিম সহকর্মীদের সঙ্গে দিনটি উদযাপন করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিজেদের সাবেক কর্মীদের স্টার্টআপ ‘ডি টোয়েন্টিফোর লজিস্টিকস লিমিটেড’-এর সঙ্গে গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষর করে গ্রামীণফোন। প্রতিষ্ঠানের সবার মধ্যে উদ্যোক্তা মনোভাব বিকাশের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এ উদ্যোগকে কার্যকরভাবে সার্বিক সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের জন্য ডেলিভারি ম্যানেজমেন্ট, নির্দিষ্ট ইনভেনটরি, আর্কাইভিং ও ডিসপোজাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে ডি টোয়েন্টিফোর লজিস্টিকস। গত বছরের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সাপ্লাই চেইনের এ প্রতিষ্ঠানটি।



এই পাতার আরো খবর