ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪০০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি ইলন মাস্কের
অনলাইন ডেস্ক
ইলন মাস্ক

ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ৪০০ কোটি ডলার মূল্যের আরও ১৯.৫ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন টেসলা নির্বাহী ইলন মাস্ক। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৪৪ বিলিয়ন ডলারে ইলন মাস্ক টুইটার কিনে নিয়েছেন। সেই ঘটনার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে তার শেয়ার বিক্রির তথ্য প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহে এসব শেয়ার বিক্রি করা হয়। তবে কেন শেয়ার বিক্রি করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। 

চলতি বছরের শুরুর দিতে টেসলার শেয়ার মূল্য ৫০ শতাংশেরও বেশি কমে যায়। গত এপ্রিলে টেসলার ৮.৫ বিলিয়ন ডলারের মূল্যের শেয়ার বিক্রি করেন ইলন মাস্ক। আগস্টে আরও ৭ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দেন তিনি।

সূত্র : বিবিসি 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর