ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসির জয়ের রাতে গুগলেরও বড় রেকর্ড!
টেকনোলজি ডেস্ক

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার নাটকীয় ফাইনালের সাক্ষী হলো ফুটবল দুনিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। ফুটবলের বরপুত্র মেসির কাছে ধরা দিল অধরা বিশ্বকাপ। এ রাতেই গুগল সার্চে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাতে স্টেডিয়ামে উপস্থিত না থেকেও কাতারের ওপর নজর রেখেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমী। ফলে গুগল দেখেছে ভিন্ন এক নজির। ম্যাচ চলাকালীন গুগলে ট্রাফিক ছিল গত ২৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ। অ্যালফাবেট ও গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই এক টুইটবার্তায় জানান, ইতিহাসের সেরা খেলাগুলোর একটি এটি। আর্জেন্টিনা ও ফ্রান্স ভালো খেলেছে। তবে এ আসরে মেসির চেয়ে বড় দাবিদার নেই। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ছয় গোলের উন্মাদনায় কাতার বিশ্বকাপ এরই মধ্যে সবচেয়ে বেশি গোলের আসরে পরিণত হয়েছে। এ ছয় গোল নিয়ে বিশ্বকাপের কাতার আসরে মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৭২। অথচ ১৯৯৮ ও ২০১৪ সালের আসরে গোলের সংখ্যা ছিল ১৭১।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর