ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাজারে আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক
অনলাইন ডেস্ক
নতুন ম্যাকবুক ইনটেল-বেসড ম্যাকবুক প্রোর থেকে ৬ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন ম্যাকবুক বাজারে আনছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ম্যাকবুক মিনি প্রো হবে সর্বশেষ এম-২ এবং এম-২ ম্যাক্স চিপের শক্তিসম্পন্ন। 

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে,  ঐতিহ্যগত নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানের আগে অ্যাপল বিস্ময়কর এই ঘোষণা দিল। অ্যাপল সাধারণত বছরে চারবার নতুন পণ্য উন্মোচন করে। প্রথমটা করে মার্চে গ্রীষ্মে। এই সময় অ্যাপল আইম্যাক এবং অ্যাকসেসরিস বাজারে আনে।

অ্যাপলের তথ্যানুসারে, নতুন এই ম্যাকবুক প্রো’র কার্যক্ষমতা (পারফরম্যান্স) ইনটেল-বেসড ম্যাকবুক প্রোর থেকে ৬ গুণ বেশি। ম্যাক মিনি নামে ম্যাকবুকটি মিলবে ৫৯৯ ডলারে (৬২ হাজার টাকা)। এটা অ্যাপলের সর্বশেষ ১৪ সিরিজের আইফোনের থেকে কম দামসম্পন্ন। আগামী ২৪ জানুয়ারি থেকে এটি বাজারে পাওয়া যাবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর