ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্যাসিও’র ক্লাসউইজ এফএক্স-৯৯১সিডব্লিউ
প্রেস বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় জাপানি কনজ্যুমার ইলেক্ট্রনিক্স অ্যান্ড লাইফস্টাইল কোম্পানি ক্যাসিও কম্পিউটার লিমিটেড তাদের সর্বাধুনিক সায়েন্টিফিক ক্যালকুলেটর ক্লাসউইজ এফএক্স-৯৯১সিডব্লিউ বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ক্যালকুলেটরের জন্য বাংলাদেশে ক্যাসিও’র নিযুক্ত চ্যানেল পার্টনার গ্লোবাল অফিস অটোমেশন লিমিটেডের আয়োজনে রাজধানীতে ক্যালকুলেটরটি উদ্বোধন করা হয়।

নতুন এই ক্যালকুলেটর দেশে বর্তমানে ক্যাসিও’র সর্বাধিক বিক্রিত ক্যালকুলেটর ক্লাসউইজ এফএক্স-৯৯১ইএক্স-এর উন্নত সংস্করণ। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও কৌতূহল আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই পণ্যটি বাজারে এনেছে ক্যাসিও।

এফএক্স-৯৯১সিডব্লিউ’তে বিশ্বের প্রথম ফোর-গ্রেডেশন এবং ইনপুটের ক্ষেত্রে ইজি রিডিং-এর জন্য হাই ডেফিনিশন গ্রেস্কেল এলসিডি১ ব্যবহার করা হয়েছে। এতে ক্লাসউইজ এফএক্স-৯৯১ইএক্স-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ন্যাচারাল টেক্সটবুক ডিসপ্লে’ও রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর