ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১০০ কোটি ডলারে বিক্রি হচ্ছে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডস
অনলাইন ডেস্ক

ফিনিশ মোবাইল গেম অ্যাংরি বার্ডস ২০০৯ সালে প্রথম বাজারে নিয়ে আসা হয়। বিশ্বজুড়েই তখন তুমুল জনপ্রিয়তা পায় এ গেম। কিন্তু ২০১৪ সালের দিকে জনপ্রিয়তা কমতে থাকে গেমটির।

অ্যাংরি বার্ডসের মূল প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্টকে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারে কিনতে যাচ্ছে সেগা। আগামী মাসের মধ্যেই অ্যাংরি বার্ডসের মূল প্রতিষ্ঠানকে কেনার এ চুক্তি সম্পন্ন হতে পারে।

খবরে বলা হয়েছে, জনপ্রিয়তা কমে যাওয়ার পরেও গেমটি ১০০ কোটি ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস। এ কারণে এটা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

 অ্যাংরি বার্ডস জনপ্রিয়তা ফিরে পেতে ২০১৬ সালে নতুন পদক্ষেপও নয়।  প্রতিষ্ঠানটি সে বছর ভিডিও গেমভিত্তিক সিনেমা দ্য অ্যাংরি বার্ডস নিয়ে আসে। অ্যানিমেটেড এ সিনেমা সফলও হয়। এখন পর্যন্ত ভিডিও গেম সিনেমা ক্যাটাগরিতে বক্স অফিসে সর্বোচ্চ আয়ে সপ্তম স্থানে রয়েছে সিনেমাটি। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিক্যুয়েল দ্য অ্যাংরি বার্ডস মুভি ২ অবশ্য তেমন সফল হয়নি। সে সময় অ্যাংরি বার্ডসের প্রতিদ্বন্দ্বী গেম ক্যান্ডি ক্রাশের জনপ্রিয়তা বাড়তে থাকে।

সম্প্রতি রোভিও গুগল প্লে স্টোর থেকে অ্যাংরি বার্ডস মোবাইল গেমটি সরিয়ে নিয়েছে। তবে আইফোনে গেমটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে রেড’স ফার্স্ট ফ্লাইট। এর আগে ইসরায়েলি প্রতিষ্ঠান প্লেটিকা রোভিও এন্টারটেইনমেন্টকে ৮০ কোটি ডলারে কিনবে বলে একটি চুক্তি করেছিল বলে শোনা গেলেও তা আর সফল হয়নি।

অ্যাংরি বার্ডস মোবাইল গেমটি প্রথম কোনো গেম, যা ১০০ কোটি বার নামানো (ডাউনলোড) হয়েছে। রোভিওর দাবি, গত বছর প্রতিষ্ঠানটির সব গেম মিলে ডাউনলোডের সংখ্যা দাঁড়িয়েছে ৫০০ কোটি। 

বিডিপ্রতিদিন/কবিরুল

অ্যাংরি বার্ডস মোবাইল গেম ২০০৯ সালে প্রথম নিয়ে আসা হয়। বিশ্বজুড়েই তখন তুমুল জনপ্রিয়তা পায় এ গেম। কিন্তু ২০১৪ সালের দিকে জনপ্রিয়তা কমতে থাকে গেমটির।

 



এই পাতার আরো খবর