ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইওএসের নতুন সংস্করণে আইফোন গরম হওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক

আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ নিয়ে খানিকটা বিপাকে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ‘আইওএস ১৬.৪.১’ উন্মুক্ত করার পরই পাওয়া যাচ্ছে অভিযোগ।

আইওএসের হালনাগাদ সংস্করণে ভার্চুয়াল সহকারী ‘সিরি’র ত্রুটি দূর করা হয়েছে। সাথে নিরাপত্তাব্যবস্থাও আগের তুলনায় শক্তিশালী করা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারেরও সুযোগও বেড়েছে। 

তবে ব্যবহারকারীদের অভিযোগ, সংস্করণটি ব্যবহারের কারণে আইফোন গরম হয়ে যাচ্ছে।

অনেক ভুক্তভোগীর অভিযোগ, আইওএস ১৬.৪.১ হালনাগাদ সংস্করণের কারণে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স দ্রুত গরম হয়ে যাচ্ছে। অনেকে আবার বলছেন, কিছু ক্ষেত্রে আইফোন একেবারেই অকার্যকরও হয়ে পড়ছে। 

তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এখনো অ্যাপল মুখ খোলেনি।

তবে ব্যবহারকারীদের অভিযোগ পর্যালোচনায় জানা গেছে আইওএসের এই নতুন সংস্করণে চলা সব আইফোনে সমস্যা হচ্ছে না। কেবল ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি কাজে লাগিয়ে আইফোন চার্জ করলে সেগুলো গরম হয়ে যাচ্ছে। এমনকি দীর্ঘ সময় চার্জ করলেও এ সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর