ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় মজতে চাইছে আইবিএম
অনলাইন ডেস্ক

এবার কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে কাজের ভার ছাড়তে চাইছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম)।

আর সেই লক্ষ্যে বর্তমানে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে আইবিএম। আগামী বছরগুলো সাত হাজার আটশ' কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তাদের জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ করা হবে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইবিএমের প্রধান নির্বাহী (সিইও) অরবিন্দ কৃষ্ণা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির এক-তৃতীয়াংশ কর্মী কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের কারণে ওইসব কর্মী এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।

অরবিন্দ কৃষ্ণা আরও জানিয়েেছেন,  সরাসরি গ্রাহক সেবার সাথে সম্পৃক্ত নন এমন প্রায় ২৬ হাজার কর্মী আছেন। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের ৩০ শতাংশ কাজ এআই বা অটোমেশনের মাধ্যমে করানো সম্ভব হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর