ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অডিও-ভিডিও কল চালু করতে যাচ্ছে টুইটার
অনলাইন ডেস্ক
টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে

বার্তা আদান-প্রদানের পাশাপাশি বন্ধু বা পরিচিতদের সঙ্গে টুইটারে কথাও বলা যাবে। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, নতুন এ সুবিধা দিতে শিগগিরই অডিও-ভিডিও কল–সুবিধা চালু করা হবে।

তিনি আরও জানিয়েছেন, টুইটারের ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তাগুলো এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) আকারে আদান-প্রদানের সুযোগ চালু করা হবে।

এক টুইটে ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে শিগগিরই অডিও-ভিডিও কল–সুবিধা চালু হবে। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর সঙ্গে নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলা যাবে। প্রাথমিকভাবে টুইটারের ডিরেক্ট মেসেজে এনক্রিপ্টেড সুবিধা পাওয়া যাবে। বুধবার থেকে পর্যায়ক্রমে এ সুবিধা উন্মুক্ত করা হবে।

টুইটারে অডিও-ভিডিও কল–সুবিধা চালু হলে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মতোই বন্ধু বা পরিচিতদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। ফলে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর