ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোল্ডেন অ্যাওয়ার্ড পেল আসুসের ল্যাপটপ
অনলাইন ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস অ্যাওয়ার্ডে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে আসুস। ব্যতিক্রমী পণ্য তৈরির জন্য আসুস কোম্পানি বেশ কয়েকবার খ্যাতি অর্জন করেছে। এবার জেনবুক প্রো ১৪ ডুও ওলেড (ইউএক্স৮৪০২) ল্যাপটপটির জন্য আসুস পেয়েছে কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড। 

এক্সপার্টবুক বি৯ ওলেড নামের আসুসের বিজনেস ল্যাপটপটি সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে। অন্যান্য ক্যাটাগরিতেও আসুস অ্যাওয়ার্ড পেয়েছে। 

সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এক্সপার্টবুক বি৯ ওলেড (বি৯৪০৩) বিজনেস ল্যাপটপটি ওজনে অত্যন্ত হালকা এবং ডিজাইনের দিক থেকেও দারুন। এটিই প্রথম অল-ম্যাগনেসিয়াম-লিথিয়াম আসুস ল্যাপটপ যেখানে একটি পরিবেশ-সচেতনতামূলক উত্পাদন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাত্র ৯৯০ গ্রাম ওজনের এবং ১৫.৭৮ মিলিমিটারের হালকা এই ল্যাপটপটি সহজেই বহনযোগ্য যা একইসাথে দীর্ঘস্থায়ী এবং উচ্চগতিসম্পন্ন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর