ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত ‘থ্রেডস’ অ্যাপে কী আছে!
অনলাইন ডেস্ক

মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা এবার ইলন মাস্কের টুইটারকে টক্কর দিতে নতুন সামাজিক মাধ্যম 'থ্রেডস' নিয়ে এসেছে। নতুন অ্যাাপটি ইনস্টাগ্রাম-এর সঙ্গে লিঙ্ক করা। এর পোস্টে ছবি, লিঙ্ক ও ভিডিও জুড়ে দেওয়া যায়।

থ্রেডস চালুর প্রতিক্রিয়ায় টুইটার জানিয়েছে, এর আগে বেশ কয়েকটি অ্যাপ টুইটারের সূত্র অনুকরণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যেমন আরেকটি বিকল্প অ্যাপ হলো মাস্টোডন। মাস্কের টুইটার অধিগ্রহণের পর এই অ্যাপটি কিছুটা জনপ্রিয়তা পায়।

মাস্ক আনুষ্ঠানিকভাবে থ্রেডস নিয়ে মন্তব্য করেননি। তবে দুটি প্ল্যাটফর্মের মধ্যে থাকা মিল নিয়ে মজা করা টুইটে লাইক দিচ্ছেন তিনি। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই অ্যাপটি ইনস্টল করা যায়। তবে প্রোফাইল তৈরি করতে আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।

অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। সার্চ ইঞ্জিনে 'ইনস্টাগ্রাম থ্রেডস' লিখুন। কালো ও সাদা আইকন ব্যবহার করা হয়েছে অ্যাপটিতে। এবার ডাউনলোডে ক্লিক করুন। ইন্সটল হয়ে গেলে অ্যাপটিতে প্রবেশ করা যাবে।

তবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হয়তো নোটিফিকেশন আসতে পারে। সেখান থেকে ডাউনলোড করা সহজতর হবে।

কীভাবে আপনার প্রোফাইল সক্রিয় করবেন? থ্রেডস ব্যবহার করা শুরু করতে আপনাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবরণ লিখতে হবে। অ্যাপটি আপনাকে ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলবে, তবে সরাসরি ইনস্টাগ্রাম থেকেও তথ্য বসানো যায়।

প্রোফাইলটি প্রাইভেট রাখবেন নাকি পাবলিক, সেটাও ঠিক করতে হবে। এই ধাপটি সম্পন্ন হলে অন্য ব্যবহারকারীদের অনুসরণ করা যাবে।

কীভাবে থ্রেডস ব্যবহার করবেন? টুইটারের অনুরূপ ইন্টারফেস আছে থ্রেডসের। হোম সেকশনে আপনি অন্যান্য ব্যবহারকারীদের পোস্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। প্রয়োজনে সার্চ অপশন থেকে অন্যান্য ব্যবহারকারীদের খুঁজে নেওয়া যাবে।

একটি থ্রেড পোস্ট করার জন্য নোটবুক আইকনে ক্লিক করুন। আর ইন্সটাগ্রামের মতো হার্ট আইকন অ্যাকাউন্টের সাম্প্রতিক কার্যকলাপ দেখাবে।

টুইটার এবং থ্রেডসের মধ্যে প্রধান পার্থক্য একজন ব্যবহারকারী প্রতিদিন কতগুলো পোস্ট দেখতে পারবেন, থ্রেডসে এমন কোনো সীমাবদ্ধতা নেই। আর টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড করা না থাকলে এখন ৫০০ পোস্ট দেখার সীমাবদ্ধতা দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর