ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতে গাড়ি তৈরির কারখানা করতে আগ্রহী ইলন মাস্ক
অনলাইন ডেস্ক

আগেই ভারতের বাজারে গাড়ির ব্যবসা করার ঘোষণা দিয়েছিল ধনকুবের ইলন মাস্ক। এবার দীর্ঘসূত্রতার বাধা কাটিয়ে আবার তৎপর হয়েছে তার গাড়ি তৈরির কোম্পানি টেসলা। তারা ভারতে ইলেকট্রিক ভেহিকলের কারখানা গড়তে চায়।

জানা গেছে, ভারতে তৈরি হতে যাওয়া সেই কারখানায় উৎপাদিত হবে ইলেকট্রিক গাড়ি। ভারত সরকারের সঙ্গে টেসলা চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু করেছে। টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের উৎপাদিত গাড়িগুলির সর্বনিম্ন দাম হবে ২০ লাখ টাকা।

ভারতীয় বাজারে বহুদিনের নজর টেসলার। ভারতীয়দের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পর তারা শেষ রাউন্ড এর আলোচনা শুরু করেছে। স্বয়ং ইলন মাস্ক ভারত সফরে আসছেন। চীনের পর ভারতই টেসলার মৃগয়া ক্ষেত্র হতে পারে। এমনিতে টেসলা ইন্দো-প্যাসিফিক অঞ্চলটিকে বেছে নিয়েছে ব্যবসা সম্প্রসারণের জন্যে।

এই উপমহাদেশের মানুষের স্বচ্ছন্দ জীবন সম্পর্কে আগ্রহ আছে। তাই, এই অঞ্চলটাকেই বেছে নিয়েছে টেসলা। তাদের পরবর্তী গন্তব্য হতে পারে বাংলাদেশ। কারণ, ভারতের মতোই সেখানে একশ্রেণির মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর