ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করছে নেটফ্লিক্স
অনলাইন ডেস্ক

এবার ভারতেও পাসওয়ার্ড শেয়ারিং কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে অনলাইন সম্প্রচার জায়ান্ট নেটফ্লিক্স। বৃহস্পতিবার প্রযুক্তি কোম্পানিটির পক্ষ থেকে এই ঘোষণা আসে। 

নেটফ্লিক্স মে মাসেই জানিয়েছিল, তাদের গ্রাহকরা পরিবারের সদস্য ছাড়া আর কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করতে পারবে না। 

বিশ্বজুড়ে আয় কমে যাওয়ায় কর্মী ছাটাইসহ নানা পদক্ষে নিয়েছে নেটফ্লিক্স। অনেক দেশেই উল্লেখযোগ্য পরিমাণে কমছে এই অনলাইন সম্প্রচার মাধ্যমটির গ্রাহক সংখ্যা। 

বিবৃতিতে নেটফ্লিক্স বলেছে, ভারতে যে গ্রাহকরা বাড়ির বাইরে পাসওয়ার্ড শেয়ার করছে তাদের সবাইকে ইমেল পাঠানো হবে। 

বিশ্বের শতাধিক দেশে এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। এর ফলে বিশ্বজুড়ে কোম্পানিটির ৬০ লাখ গ্রাহক বেড়েছে বলে জানা গেছে।

 

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর