ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিকিউরিটি সার্টিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেল হুয়াওয়ে
প্রেস বিজ্ঞপ্তি

ইন্ডাস্ট্রির প্রথম ইভালুয়েশন অ্যাসুরেন্স লেভেল ৬ অগমেন্টেড (ইএএল৬+) সনদ অর্জন করেছে হুয়াওয়ে হংমেং কার্নেল। ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইভালুয়েশন (সিসি) সাধারণ শ্রেণিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কোনো স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো এই স্বীকৃতি দেওয়া হলো।

ওএস কার্নেল যেকোন অপারেটিং সিস্টেমের সিকিউরিটি ও নিরাপত্তার মূলভিত্তি হিসেবে কাজ করে। সিসি, যা আইএসও/আইইসি ১৫৪০৮ স্ট্যান্ডার্ড নামেও পরিচিত, এই তথ্য সুরক্ষা বিষয়ক সার্টিফেশন যা বৈশ্বিকভাবে আইটি শিল্পে অন্যতম সম্মানজনক স্বীকৃতি। পণ্যের সুরক্ষা মূল্যায়নের ক্ষেত্রে সিসি বৈশ্বিকভাবে বহুল ব্যবহৃত মানদণ্ড।

এসজিএস ব্রাইটসাইট (স্বনামধন্য সুরক্ষা মূল্যায়ন সম্পর্কিত ল্যাব) হুয়াওয়ের হংমেং কার্নেলের জন্য সুরক্ষা মূল্যায়ন টেস্ট পরিচালনা করে। সিসি ইএএল৬+ স্বীকৃতি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এই শিল্পখাতে হুয়াওয়ের সক্ষমতার প্রমাণ। এখন পর্যন্ত হুয়াওয়ে সিসি, এফআইপিএস, আইএসও ১৯৭৯০, পিসিআই ডিএসএস এবং সিএসএ স্টারসহ এই শিল্পখাত সংশিষ্ট সাইবার সিকিউরিটি ক্ষেত্রে ৫শ’র বেশি স্বীকৃতি অর্জন করেছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর