ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইফোন ১৫ বাজারে, চাহিদা তুঙ্গে
অনলাইন ডেস্ক

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে অ্যাপলের আইফোনের সবশেষ সংস্করণ। আইফোন ১৫ কিনতে বড় বড় লাইন দেখা গেছে বিভিন্ন দেশের অ্যাপল স্টোরগুলোর সামনে। 

গত শুক্রবার চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আইফোনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে দেখা যায়। এর আগে ওয়েবসাইটে অর্ডার ও প্রি-অর্ডার সুবিধা থাকলেও শুক্রবার থেকে দোকানে এসেছে আইফোন।

প্রযুক্তি বিশ্লেষকরদের দাবি, আইফোন ১৫'র প্রি-অর্ডার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিশেষ করে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেলের চাহিদা অনেক বেশি।

সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রি-অর্ডার দেওয়া প্রো মডেলের ডিভাইসগুলো ভোক্তার হাতে পৌঁছাতে অক্টোবরের শেষভাগ বা নভেম্বরের মধ্য পর্যন্ত লেগে যেতে পারে।

আন্তর্জাতিক বাজারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন প্রো ১৫ ম্যাক্সের দাম যথাক্রমে ৭৯৯, ৮৯৯, ১ হাজার ৯৯ ও ১ হাজার ১৯৯ ডলার।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর