ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিমান পরিষ্কারে বিশেষ রোবট
অনলাইন ডেস্ক

বিমানের বাইরের অংশ পরিষ্কারের জন্য পরিবেশ-বান্ধব স্বয়ংক্রিয় যন্ত্র আনল ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এই রোবোটিক যন্ত্র ‘এরোওয়াশ’-এর সাহায্যে বিমান পরিষ্কার করা হবে সম্পূর্ণ শুষ্ক ভাবে। প্রতিটি বিমানের বাইরের অংশ পরিষ্কারের জন্য বছরে গড়ে প্রায় ৭৫ হাজার লিটার পানি খরচ হয়। এই যান্ত্রিক ব্যবস্থাটি চালু হওয়ার পর বিমান প্রতি বছরে ৭৫ হাজার লিটার পানি বাঁচানো সম্ভব হবে।

‘এরোওয়াশ’ ডিভাইসটিতে একাধিক আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। পরিষ্কারের জন্য এতে রয়েছে একটি রোবোটিক মাইক্রো-ফাইবার ব্রাশ ড্রাম। জলবিহীন প্রক্রিয়ার কারণে যন্ত্রটি অনেক বেশি টেকসই। 

এর আগে বিমানের উপরিভাগ সাফাইয়ের প্রক্রিয়াটি ছিল বেশ সময়সাপেক্ষ, এর জন্য প্রয়োজন হত বিপুল সংখ্যক কর্মী তার উপর পানির অপচয়ও হত অনেকখানি। এই সব সমস্যার মুশকিল আসান করবে ‘এরোওয়াশ’, এমনটাই দাবি করেছেন এয়ার এন্ডিয়া কর্তৃপক্ষ। ‘এরোওয়াশ’-এর ব্যবহার কেবল বিমানটিকে ঝাঁ চকচকে করবে তা-ই নয়, বরং বিমানের ক্রাউন, লিফ্‌ট বা রাডারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিও খুব সুন্দর ভাবে পরিষ্কার করার ক্ষমতা রাখে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর